আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন অধ্যক্ষ হলেন বারাসত হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মানস বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক পড়ুয়া ধর্ষণ খুনের ঘটনায় অপসারিত সন্দীপ ঘোষের জায়গায় অধ্যক্ষ পদে নিযুক্ত সুহৃতা পালকে পাঠানো হয়েছে বারাসত হাসপাতালে।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায় হয়েছেন আর জি করের নতুন এমএসভিপি। এই পদে অতি সম্প্রতি নিযুক্ত বুলবুল মুখোপাধ্যায় আপাতত আর জি কর হাসপাতালেই ফিজিওলজি বিভাগের অধ্যাপক পদে থাকবেন।
নির্যাতিতা যে বিভাগের পিজিটি ছিলেন, সেই চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ডাঃ অরুণাভ দত্ত চৌধুরীকে পাঠানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজের চেস্ট মেডিসিনের অধ্যাপক পদে। পাশাপাশি, সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বদলির আদেশ বাতিল করেছে স্বাস্থ্য দপ্তর। আর জি করের যে সহকারি সুপারের বিরুদ্ধে ৯ ই আগস্ট সকালে নির্যাতিতার বাবা-মা-কে ফোন করে, মেয়ে আত্মহত্যা করেছে বলে জানানোর গুরুতর অভিযোগ ওঠে, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। সুচরিতা সরকার নামে ঐ আধিকারিককে পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনে।
আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।
বুধবার স্বাস্থ্যভবন অভিযানে সামিল জুনিয়র ডাক্তারদের মুখেও শোনা গিয়েছিল আর জি কর হাসপাতালের এই পদাধীকারীদের অপসারণের দাবি।