আর. জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুন এবং দুর্নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকার, রাজ্যসভায় সদস্য পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। চিঠিতে রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ডক্টর সরকার। রাজ্যে দুর্নীতি এবং দলের একাংশের নেতাদের অন্যায় দাপট দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, কোনো সরকারের বিরুদ্ধে জনগণের এমন ক্ষোভ ও সম্পূর্ণ অনাস্থা এর আগে তিনি কখনো দেখেননি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আন্দোলনে রাজনৈতিক তকমা লাগিয়ে প্রতিরোধ করা সমীচীন নয় বলে তার অভিমত। রাজ্যের কিছু পছন্দের আমলা ও নেতার লাগাম ছাড়া দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্যই সরকারের বিরুদ্ধে মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভ এবং এপর্যন্ত আরজিকর কাণ্ডে সরকারের নেওয়া শাস্তি মূলক পদক্ষেপ খুবই সামান্য বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের অবিলম্বে সদর্থক পদক্ষেপ নিতে পথ পরিবর্তন করা প্রয়োজন। অন্যথায় সাম্প্রদায়িক শক্তি রাজ্যকে তাদের দখলে নিতে পারে বলে আর আশঙ্কা ।