আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিত মন্ডলের জামিনের প্রতিবাদে শহরের বিভিন্ন এলাকায় ফের পথে নেমেছেন প্রতিবাদী মানুষ।
প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নিজাম প্যালেসের সামনে আজ সকালে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল ঠেকাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। পথেই বসে পড়েন কংগ্রেস কর্মী সমর্থকরা। ৯০দিনেও কেন্দ্রীয় এজেন্সি চার্জশিট কেন দিতে পারলোনা, সেই প্রশ্নও তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
বিচারের নামে প্রহসনের অভিযোগ তুলে বাম ছাত্র সংগঠন SFI আজ কলেজস্ট্রীটে বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে। প্রয়োজনে বিচারের দাবিতে রাজপথ স্তব্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় SFI-এর পক্ষ থেকে।
সল্টলেকের করুণাময়ী থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেছে SUCI। এই ঘটনায় শাসক এবং বিজেপির আঁতাত রয়েছে বলে তাদের অভিযোগ।
ন্যায়বিচারের দাবিতে আজ ফের পথে নেমেছেন ওয়েস্টবেঙ্গল জুনিয়ার ডক্টর্স ফ্রন্ট এবং অভয়া মঞ্চের প্রতিবাদীরা। সামিল হয়েছেন অভয়ার বাবা মা।
সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল চলছে।
এদিকে রানী রাসমনীতে আজ চিকিত্সকদের জমায়েতকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছাড়ায়। ডাক্তারদের কর্মসূচীতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বচসা ও ধস্তাধস্তি করে।
আগেই জানানো হয়েছে, ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় গতকাল শিয়ালদা আদালত তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে জামিন দেয়। তবে সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা থাকায় তিনি জেল থেকে ছাড়া পান নি। রাতে অভিজিৎ মন্ডল মুক্তি পান।