আর জি কর কান্ড নিয়ে ভুল তথ্য দেওয়া এবং নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে পুলিশী তলবে আজ লালবাজারে হাজির হন দুই প্রবীন চিকিৎসক কুনাল সরকার ও সুবর্ণ গোস্বামী। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁদের নিয়ে চিকিতসকদের একটি মিছিল লালবাজার রওনা হলে ফিয়ার্স লেনে ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিল আটকে দেয়। ডিসি পদমর্যাদার দুই আধিকারিক এসে ডাক্তার সরকার ও ডাক্তার গোস্বামীকে লালবাজারের ভেতরে নিয়ে যান। সঙ্গে ছিলেন তাঁদের আইনজীবিরা। দুই চিকিতসকেরই দাবী, কোনো রকম আইনবিরুদ্ধ কাজ তাঁরা করেননি। মিছিলে যোগ দেওয়া চিকিতসকদের অভিযোগ, মুখ বন্ধ করার জন্য এবং ভয় দেখাতেই পুলিশের এই সক্রিয়তা। আর জি কর হাসপাতালে ১৪ই আগষ্ট মধ্যরাতে দুষ্কৃতী তান্ডবের সময় পুলিশের এই ততপরতা দেখা যায়নি কেন সে প্রশ্নও তুলেছেন তাঁরা।
এদিকে, আর জি কর হাসপাতালে আন্দোলনরত চিকিৎসক ও পড়ুয়াদের হাতে আজ রাখী পরিয়ে দেন পুলিশ কর্মীরা। আন্দোলনকারীরাও পুলিশের হাতে বেঁধে দেন We Want Justice লেখা ব্যাণ্ড।
শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ আর জি করের ঘটনার প্রতিবাদে আজ হাতে কালো রাখী পরে কলকাতায় মিছিল করে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল যায় ধর্মতলা পর্যন্ত।