আর জি কর কান্ডে সুবিচারের দাবিতে আজও পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ। চিকিৎসকদের নিরাপত্তা দিতে রাজ্য সরকারের ব্যর্থতা এবং ঘটনার দ্রুত কিনারা করতে সিবিআই-এর দীর্ঘ সূত্রতার অভিযোগে চিকিৎসক, নার্স ও স্বাস্হ্য কর্মীরা আজ রাজভবন অভিযান করেন। নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে মিছিল করে তারা ধর্মতলা পৌঁছন। মেডিকেল সার্ভিসসেন্টারের ডাকে এতে যোগ দেন। বহু প্রবীণ চিকিৎসক ও সাধারণ মানুষ। মিছিলকে কেন্দ্র করে, বিশৃঙ্খলার আশঙ্কায় রানি রাসমণি অ্যাভিনিউতে ব্যারিকেড করেছে পুলিশ। চার চিকিৎসক এবং একজন নার্স-এর প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের কাছে ডেপুটেশন জমা দিতে যান। তবে, রাজ্যপালের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়নি । এদিকে, আজ সাংবাদিক বৈঠক করে আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকেরা,মেডিকেল কলেজগুলিতে ভয়ের পরিবেশ থেকে মুক্তির পক্ষে সওয়াল করেন। বেলদায় চিকিৎসকরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলে সামিলহন। বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনী আজ শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ওয়েলিংটন পর্যন্ত মিছিল করে। সারা ভারত কীর্তন,বাউল ও ভক্তিগীতি শিল্প সংসদের পক্ষ থেকে ধর্মতলা অভিযানের ডাক দেওয়া হয়। হাওড়া স্টেশন থেকে শুরু হয়ে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে এসে মিছিল শেষ হয়। আসানসোলের মহিশীলা কলোনীতে প্রতিবাদে সামিল হন প্রবীণ নাগরিকরা।
Site Admin | September 7, 2024 9:55 PM