আর জি কর কান্ডে সুপ্রিম কোর্ট আন্দোলনরত চিকিৎসকদের আজ বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার নির্দেশ দেওয়ার পরই জুনিয়ার চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন আরও জোরদার করার ডাক দেওয়া হয়েছে। গতরাতে জিবি মিটিং-এর পর এক সাংবাদিক বৈঠকে জুনিয়ার চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, সি বি আই যে তদন্ত চালাচ্ছে বা সুপ্রিম কোর্ট এব্যাপারে এপর্যন্ত যে অবস্হান নিয়েছে, তাতে তারা হতাশ। স্বাস্হ্য ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে আনার লক্ষে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতেই তাদের এই আন্দোলন। জুনিয়ার ডাক্তাররা আন্দোলন চালালেও রাজ্যের রেজিস্ট্রার্ড ডাক্তারের সংখ্যা ৯০ হাজারের বেশি। তা সত্ত্বেও যদি রোগী মৃত্যু হয়, তাহলে তা রাজ্যের বেহাল স্বাস্হ্য পরিকাঠামোকেই তুলে ধরে। ঘটনার অকুস্থল সেমিনার হলের পাশে সংস্কারের নামে ভাঙচুরের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাতে স্বাস্হ্য সচিব, স্বাস্হ্য অধিকর্তা এবং স্বাস্হ্য শিক্ষা অধিকর্তার স্বাক্ষর করেছে। এর প্রেক্ষিতে ওই তিন স্বাস্হ্য কর্তার পদত্যাগের দাবি জানিয়ে আজ স্বাস্হ্যভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। দাবি না মানা হলে কর্মবিরতি চলবে বলে স্পষ্ট জানানো হয়।
এদিকে, জুনিয়ার ডাক্তাররা আন্দোলনের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে, সিনিয়ার চিকিৎসকরাও তাদের পাশে থাকবে। ডাক্তার সংগঠনগুলির যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ডাক্তার উৎপল ব্যানার্জী একথা জানিয়ে বলেন, জুনিয়ার ডাক্তারদের এই আন্দোলনের ফলে রাজ্য স্বাস্হ্য ব্যবস্থায় দুর্নীতি ও হুমকির রাজনীতি বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। তাদের আন্দোলনের রূপরেখার প্রতি সহ মর্মিতা জানানো হবে । মুখ্যমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।