মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 31, 2024 10:00 PM

printer

আর জি কর কান্ডে দ্রুত তদন্তের দাবি নিয়ে বিভিন্ন স্তরে প্রতিবাদ অব্যাহত

আর জি কর কান্ডে দ্রুত তদন্তের দাবি নিয়ে ডাক্তারদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গল-এর কয়েকজন প্রতিনিধি আজ সিজিও কমপ্লেক্সে যান। তারা সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের হুমকি দেওয়ার বিষয়টি জানিয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন ডাক্তার অরিন্দম ভট্টাচার্য, ডাক্তার সুদীপ্ত চক্রবর্তী এবং ডাক্তার কৌশিক চাকি। রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি চলছে বলে অভিযোগ তুলেছেন চিকিৎসকরা। 

(ডাক্তারদের যৌথ মঞ্চ আজ মেডিকেল কাউন্সিলের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে।

আর জি করে বিশেষ অভয়া ক্লিনিক চালু করে টেলি মেডিসিন পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা।

আগামী সোমবার, দোসরা সেপ্টম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছেন  জুনিয়ার চিকিত্সকরা। পুলিশ কমিশনার বিনীত গোয়লের পদত্যাগের দাবিতে দুপুর ২ – টোয় কলেজ স্কোয়ারে জমায়েত করে লালবাজার অভিমুখে যাবেন তারা।

যাদবপুর হাইস্কুলের প্রাক্তনীরাও আজ ওই চত্ত্বরে মিছিলে সামিল হন। যাদবপুর বিদ্যাপীঠের প্রাক্তনীদের মিছিলের পুরভাগে ছিলেন, কান্তি গাঙ্গুলী।

বেথুন, শ্রীশিক্ষায়াতন সহ উত্তর কলকাতার একাধিক বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়ারা প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন।  

শিক্ষক-শিক্ষিকাদের একটি মিছিল শিয়ালদা মেট্রো স্টেশন থেকে শুরু হয়ে শ্যামবাজার পর্যন্ত যাওয়ার কথা থাকলেও খান্নায় পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন।

বিচারের দাবিতে কলকাতা শহরের বিভিন্ন মোড়ে প্রতিবাদ সভা করছে তৃণমূল কংগ্রেস।

ধর্মতলায় বিজেপির ধর্ণা অবস্থান আজ তৃতীয় দিনে পড়ল। আগামী সোমবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে জেলাশাসকের দপ্তর ঘেরাও করবে তারা।

এছাড়াও নাগরিক সমাজ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও দিকে দিকে চলছে প্রতিবাদ কর্মসূচী।  

পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের পক্ষ থেকে আগামী তেসরা সেপ্টেম্বর হাজরা মোড়ে অবস্হান বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে।

এদিকে রাজ্যের বিভিন্ন জেলাতেও আর জি কর কান্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল অব্যাহত।

উত্তর ২৪ পরগনার বারাসাতে বামপন্থী শ্রমিক সংগঠনের পুলিশ সুপার অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। পরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা।

বনগাঁতে বিভিন্ন কলেজের প্রাক্তনীরা আজ প্রতিবাদ মিছিল করেন।হাওড়াতে মৌন মিছিলে সামিল হন সাংবাদিকরা।

কোচবিহারের তুফানগঞ্জে আজ এসএফআই- ডিওয়াইএফআই-এর মিছিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। মিছিল চলাকালীন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে বাম কর্মী সমর্থকদের হাতাহাতি বাধে।

নদীয়ার কৃষ্ণনগর, রানাঘাট সহ একাধিক স্হানে আর জি কর কান্ডে দ্রুত বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেস আজ মিছিল করে। কৃষ্ণনগরের মিছিলে যোগ দেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

এদিকে, মালদা মেডিকেল কলেজের জুনিয়ার ডাক্তাররা আজ কাজে যোগ দিয়েছেন। প্রায় আড়াইশো জুনিয়ার চিকিৎসক , হাউস স্টাফ ও ইন্টার্নরা এতো দিন কর্ম বিরতি চালিয়ে যাচ্ছিলেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আজ সকালে এমার্জেন্সি, ট্রমা কেয়ার, ইন্ডোর, আউডোর সহ বিভিন্ন বিভাগে কাজে যোগ দেন তারা। তবে, এখনও ওপিডি এবং প্ল্যানড অপারেশন না করার সিদ্ধান্তে অনড় চিকিৎসকরা।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন