আর জি কর কান্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজও প্রতিবাদ বিক্ষোভে সামিল হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।
পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং হাসপাতালে ভাঙচুরের ঘটনায় দলের সদস্যদের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগে SFI, DYFI সহ বাম ছাত্র যুব সংগঠনগুলি গতকাল লালবাজার অভিযানের ডাক দেয়। বৃষ্টি মাথায় নিয়ে কলেজ স্কোয়ার থেকে লালবাজারের পথে এগিয়ে চলে বামেদের প্রতিবাদ মিছিল। বি বি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশ ব্যারিকেড করে তাঁদের আটকে দেয়। এরপর DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ৭ জনের প্রতিনিধি দলকে লালবাজারে নিয়ে যায় পুলিশ। সঙ্গে যান বেশ কয়েকজন আইনজীবী। মীনাক্ষী বলেন, রাজ্যের পুলিশ অকর্মন্য হয়ে পড়েছে।
মিছিলে যোগ দেন সর্বভারতীয় গনতান্ত্রিক মহিলা সংগঠন-AIDWA এবং আইনজীবীদের সংগঠন- এআইএলইউ।
পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস আজ ধর্মতলায় দু-দিন ব্যাপী অবস্হান বিক্ষোভ কর্মসূচী শুরু করেছে।
আর জি করের ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে সি আই টি ইউ অনুমোদিত Calcutta Port & Shore Mazdoor Union উদ্যোগে Netaji Subhash Dock এর ৭ নং গেটে বন্দরের শ্রমিক কর্মচারীরা গতকাল বেলা দেড়টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে।
ঘটনার বিচার চেয়ে CITU অনুমোদিত কলকাতা অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন গতকাল কলকাতার রাসবিহারী মোড় থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়। গাড়ি গুলি তে ‘ জাস্টিস ফর R G কর ‘ , ‘ We Want Justice’ , ‘ R G করের বিচার চাই ‘ , ‘ দফা এক, দাবি এক, পুলিশ মন্ত্রী , স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ ‘ প্রভৃতি স্টিকার লাগিয়ে প্রতিবাদ জানানো হয়।
টলিউডের আটটি ফোরামের ডাকে আজ প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন অভিনেতা, অভিনেত্রী কলাকুশলীরা।
পশ্চিমবঙ্গ শিক্ষক সমাজের উদ্যোগে গতকাল প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষক-শিক্ষিকারা কলকাতায় মিছিল করেন। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে যায় রাজাবাজার সায়েন্স কলেজ পর্যন্ত।
তরুনী চিকিৎসককে নির্মমভাবে খুন এবং বর্ধমানের নান্দুরে আদিবাসী তরুনীর খুনের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে পথে নামেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, গবেষক ছাত্র ছাত্রী এবং শিক্ষাকর্মীরা মিছিলে পা মেলান।
ঘৃণ্য ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফের পথে নামল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। শনিবার মিছিলে পা মেলান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ,প্যারামেডিকেল কলেজ ও নার্সিং কলেজের জুনিয়র ডাক্তাররা।
আর জি করের ঘটনার বিচার চেয়ে কোচবিহারের বিভিন্ন স্কুলের প্রাক্তনী এবং বর্তমানে কলকাতা নিবাসীরা গতসন্ধ্যায় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এর মেইন গেট ( নর্থ গেট) এর সামনে জমায়েত করে। স্লোগান ছিল ” জাস্টিস ফর R G কর”। কোচবিহারের যেসব স্কুলের প্রাক্তনীরা ছিলেন সেই স্কুল গুলি হল জেঙ্কিন্স হাইস্কুল, সুনীতি আয়াকাদেমি ,রাম ভলা হাই স্কুল, নিউটাউন গার্লস হাই স্কুল, মহারাজা নৃপেন্দ্র নারায়ন হাই স্কুল, সরদার গভরমেন্ট হাই স্কুল, মহিন্দ্রনাথ হাই স্কুল এবং মহারানী ইন্দিরা দেবী গার্লস স্কুল।
রাজ্য সরকারের নির্দেশিকা সত্ত্বেও বনগাঁ-র মহিষাঙ্গণে মিছিল করেন, রামচন্দ্রপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা। এছাড়াও বনগাঁ-র ঠাকুর হরিদাশ, রাখাল দাশ স্কুলের প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা মিছিলে পা মেলান। ত্রিকোণ পার্কে তাদের অবস্হান বিক্ষোভের জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে এলাকাটি।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নদীয়ার বাগ আচরা হাইস্কুলের পড়ুয়ারা ছুটির পর মিছিল করেন। ফুলিয়া শিক্ষা নিকেতন, ফুলিয়া বিদ্যামন্দির ও ফুলিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা গতকাল মৌন মিছিল করে প্রতিবাদ জানান।
হাওড়ার বলুহাট হাইস্কুল, বলুহাটি হাইস্কুল, বলুহাটি গার্লস হাইস্কুল ও ব্যাঁটরা রাজলক্ষী বালিকা বিদ্যালয়কে মিছিলের পরে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা দফতর।
আর জি করের ঘটনায় বিচারের দাবিতে হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন, হাওড়া জেলা স্কুল, যোগেশ চন্দ্র গার্লস হাইস্কুলের প্রাক্তনীরা আজ বিকেলে মিছিলের আহ্বান জানিয়েছেন।