আর জি কর কান্ডের ন্যায় বিচার সহ ১০ দফা দাবিতে জুনিয়ার চিকিৎসকদের আমরণ অনশন কর্মসূচির সমর্থনে সিনিয়ার চিকিৎসকরা আন্দোলনে সামিল হয়েছেন। গতকাল কলকাতায় কয়েকটি হাসপাতালের সিনিয়ার চিকিৎসকরা ১২ ঘন্টার ‘প্রতীকি অনশন’ করেন। কয়েকটি চিকিৎসক সংগঠনের তরফে রিলে অনশন কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে।
এদিকে, কলকাতার আন্দলনরত জুনিয়ার ডাক্তারদের সহমর্মিতা জানিয়ে আজ থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়ার ডাক্তাররাও অনশন শুরু করেছেন। আন্দোলনকারীদের তরফে ওই মেডিক্যাল কলেজের চিকিৎসক কৌস্তভ চক্রবর্তী জানিয়েছেন, সরকারের উদাসীনতা এবং RG Kar কান্ডের ন্যায় বিচারের দাবীতে তাঁরা অনশনে বসেছেন। তবে, একইসঙ্গে তাঁরা রোগী পরিষেবা দেওয়ার কাজ’ও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
শনিবার রাত সাড়ে আটটা থেকে আমরণ অনশনে বসেছেন বিভিন্ন মেডিক্যাল কলেজের মোট ছয়জন জুনিয়র ডাক্তার। সিসিটিভি ক্যামেরার নজরদারির পাশাপাশি সামাজিক মাধ্যমে পুরো অনশন পর্বের লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করা হয়েছে। RG Kar-এর জুনিয়ার ডাক্তার অনিকেত মাহাতো’ও গতকাল যোগ দিয়েছেন অনশনে।