আর জি কর কান্ডের ন্যায়বিচার সহ ১০ দফা দাবিতে চিকিৎসক সমাজের আন্দোলনের মধ্যেই অচলাবস্থা কাটাতে আজ রাজ্য সরকার একাধিক চিকিৎসক সংগঠনেরসঙ্গে বৈঠকে বসেছে। মুখ্যসচিব মনোজ পন্থের পৌরোহিত্যে ওই বৈঠকে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সহ ১২ টি চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা স্বাস্থ্যভবনে ওই বৈঠকে উপস্হিত আছেন। তবে সিবিআইএর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আজ রাজভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। এদিকে অনশনে রজেরে অসুস্থ হয়ে পড়েছেন জুনিয়ার ডাক্তার তনয়া পাঁজা। তবে অনশন মঞ্চেই রয়েছেন তিনি। এর আগেই অনিকেত মাহাতো অনুষ্ঠিত মুখোপাধ্যায়ের পর গতরাতে ধর্মতলার মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন ডাক্তার পুলস্ত্য আচার্য। নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রেজানা গেছে। সোমবার থেকে শিলিগুড়িতে অনশনে বসেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার সন্দীপ মন্ডল। গত ৬ ই অক্টোবর থেকে শিলিগুড়িতে অনশনে বসেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার অলোক বর্মা এবং সৌভিক বন্দ্যোপাধ্যায়। অসুস্থ হয়ে পড়লে ১২ তারিখ অলককেওই হাসপাতালেই ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অন্যদিকে, মুখ্যসচিব আগামীকালের প্রস্তাবিত ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন। চিকিৎসকদের পাঠানো ইমেলে তিনি হাই কোর্টের ১১ অক্টোবরের একটি নির্দেশের কথা উল্লেখ তিনি জানিয়েছেন, কার্নিভালে জনসমাগমএবং আগতদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ‘দ্রোহের কার্নিভাল’প্রত্যাহার করা উচিত। সিনিয়র ডাক্তারদের সম্মিলিত সংগঠন সরকারের এইবার্তাকে হতাশাজনক বলে উল্লেখ করেছে। আইনের সীমার মধ্যে থেকে এবং হাইকোর্টেরপর্যবেক্ষণ মেনেই তাঁদের লড়াই জারি থাকবে বলে জানানো হয়েছে।
Site Admin | October 14, 2024 2:13 PM