আর জি কর কাণ্ডে সিবিআই-কে বৃহস্পতিবার ২২ তারিখের মধ্যে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর জি কর-কাণ্ড ঘিরে দেশ জুড়ে উত্তাল আবহের মাঝে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানি হয়।
সুপ্রিম কোর্ট হাসপাতালে তান্ডব ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, পুলিশ কি হাসপাতালে ভাঙচুরের অনুমতি দিয়েছিল? আর জি করের মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। সোশ্যাল মিডিয়ায় মৃতার নাম ও ছবি ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে আদালত।
শুনানিতে কেন্দ্রের তরফে হাজির ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের তরফে ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী অভিষেক মনু সিংভি। এর পাশাপাশি দেশজুড়ে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি দেখার জন্য একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, চিকিৎসকরা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেই দিকটি নিশ্চিত করা দরকার।