মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 21, 2024 4:43 PM

printer

আর জি কর কাণ্ডে ন্যায় বিচার সহ ১০ দফা দাবি এবং জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলন নিয়ে চাপানউতোরের মধ্যেই আজ ফের নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা

আর জি কর কাণ্ডে ন্যায় বিচার সহ ১০ দফা দাবি এবং জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলন নিয়ে চাপানউতোরের মধ্যেই আজ ফের নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা। আজ বিকেল পাঁচটায় জুনিয়র ডাক্তারদের ১০ জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। তবে বৈঠকে যোগ দেওয়ার আগে অনশন তোলার যে শর্ত রাজ্য সরকার দিয়েছিল, তা খারিজ করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। দাবি মানা না হলে অনশন তোলার প্রশ্ন নেই বলেই তাঁরা জানিয়েছেন। এই পরিস্থিতিতে আজ বৈঠক থেকে কোন সমাধান সূত্রে বেরোয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলের।
অন্যদিকে জুনিয়র ডাক্তারদের জেদের কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে দিয়ে যদি স্বাস্থ্য ধর্মঘট করা হয় তবে রোগীর ক্ষতির জন্য ওই ডাক্তারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ। আজ কুনাল বাবু বলেন বৈঠক ভেস্তে গেলে জুনিয়র ডাক্তাররা দায়ী থাকবেন। বাইট
বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন বিচারের দাবিতে আন্দোলন গৌণ হয়ে যাচ্ছে। পিছন থেকে বামপন্থীরা এই আন্দোলন চালাচ্ছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও বলেছেন, বৈঠক থেকে সমাধানসূত্র না বেরোলে সরকারের পাশাপাশি ডাক্তারদের ভূমিকা নিয়োগ সংশয় ও অভিযোগ তৈরি হতে পারে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন