মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 2, 2024 9:00 AM

printer

আর জি কর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে সোচ্চার নাগরিক সমাজ

আর জি কর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ। ন্যায় বিচারের দাবীতে গতকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের বিশাল মিছিলে পা মেলান অপর্ণা সেন, চৈতি ঘোষাল, স্বস্তিকা মুখোপাধ্যায়, লগ্নজিতা চক্রবর্তী, ঊষসী চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র, সৃজিত মুখোপাধ্যায়ের মতো বহু বিশিষ্ট জন। ছিলেন জুনিয়র চিকিৎসক, বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও।অপর্না সেন বলেন,সর্ব্বোচ্চ আদালতের ওপর তাঁদের আস্থা রয়েছে। ধর্মতলায় মিছিল শেষ হওয়ার হওয়ার পরে বেশ কয়েকটি কর্মসূচির কথাঘোষণা করেন জুনিয়র চিকিৎসকেরা। এরপর ১১ দফা দাবীতে ধর্মতলার রানী রাসমনি এভিনিউতে রাতভোর ধর্না অবস্থানে বসেন নাগরিকসমাজের প্রতিনিধিরা। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তও সেখানে উপস্থিত ছিলেন।নাগরিক মিছিলের অবস্থানে উপস্থিত হন সাধারণ মানুষও। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় এসে জড়ো হন সকলে। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে প্রতিবাদের তীব্রতা। এদিকে, ধর্না অবস্থান চলাকালীন এক মত্ত যুবক,মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ। তাড়া করে তাকেধরে ফেলেন আন্দোলনকারীরা। এরপর পরে পুলিশ ওই যুবককে সেখান থেকেসরিয়ে নিয়ে যায়। ধৃত তাপস পাল টালিগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। আজ তাকে আদালতেতোলা হবে। এদিকে কলেজ স্কোয়ারেও ফের রাত দখলের ডাক দিয়ে কর্মসূচি পালিত হয়।বের হয় মশাল মিছিল। কোন দলের পতাকা ব্যানার ছাড়া কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এতেঅংশ নেয়। আর জি কর-এ নির্যাতিতার জন্য সুবিচারের দাবীতে বামছাত্র সংগঠন SFI-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট,আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের পোর্টিকো-তেগণজমায়েত ও মিছিলের আহ্বান জানিয়েছে। দোষীদেরর কঠোরতম শাস্তি এবং দ্রুত ন্যায় বিচারের দাবীতেহাইস্কুল শিক্ষকদের সংগঠন- ‘অল পোস্টগ্রাজুয়েটটিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’, কালো ব্যাজ পড়ে শিক্ষকদিবস পালনের কর্মসূচী পালনের কর্মসূচী ঘোষণা করেছে। গতকাল রামকৃষ্ণ মিশন স্কুলের প্রাক্তনীরাও প্রতিবাদ মিছিলে সামিল হন। গোলপার্ক থেকে নন্দন চত্বর পর্যন্ত দীর্ঘ মিছিলে তাঁরা অংশ নেন। অন্যান্য কয়েকটি স্কুল, কলেজের প্রাক্তনীরাও আলাদাভাবে প্রতিবাদ মিছিল করেছেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে প্রতিবাদে সামিল হয়েছেন ছাত্র যুবরা। নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হওয়া মিছিলে পা মেলান বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তনও বর্তমান ছাত্র-ছাত্রী, গবেষক, শিক্ষাকর্মী, অধ্যাপকরা। পুরুলিয়ায় হিন্দুসচেতনতা মঞ্চের মিছিলে হাঁটেন সাধু সন্তরা। এদিকে, পশ্চিম বর্ধমানের আসানসোলে গণমিছিল এবং পদযাত্রা কর্মসূচীপালন করে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ এবং অন্যান্য তপশিলী জাতি-উপজাতি সংগঠন। বর্ধমান সাধারণ নারী ঐক্য মঞ্চর ডাকে বড়নীলপুর মোড় থেকে মেয়েদের র্যালিবের হয়। বর্ধমানে ABVP-র মিছিলকে কেন্দ্র করে কার্জন গেট এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন