মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 22, 2025 6:10 PM

printer

আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের আবেদনকে চ্যালেঞ্জ জানালো সিবিআই।

আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের আবেদনকে চ্যালেঞ্জ জানালো সিবিআই। আজ এই মামলার শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। সিবিআই এর বক্তব্য, তারা এই মামলার তদন্ত করছে। সিবিআইও এই মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তিই চেয়েছিল। কিন্তু শিয়ালদহ আদালতের রায়ের প্রেক্ষিতে নির্যাতিতার পরিবার ও সিবিআই হাইকোর্টের দ্বারস্থ না হলেও রাজ্য সরকার কিভাবে সর্বোচ্চ শাস্তির দাবি জানালো তা নিয়ে হাইকোর্টে প্রশ্ন তুলেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা।

তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের বক্তব্য, এই মামলাটি প্রথমে রাজ্যের পুলিশ তদন্ত করেছিল। তার পরে সিবিআইকে হস্তান্তর করা হয়। ফলে রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হওয়া উচিত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন