আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় #CBI ওই কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডলকে গতরাতে গ্রেফতার করেছে। তথ্য প্রমাণ লোপাট ও দেরিতে এফআইআর করার অভিযোগে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। আরজিকর কাণ্ডে দুর্নীতির অভিযোগে আগেই গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ।
উল্লেখ্য টালা থানার ওসি কে সিবিআই এর আগে কয়েকবার জেরা করেছিল। গতকাল দুপুরে অভিজিৎ মন্ডল এবং ঘটনার দিন ডিউটি অফিসার ও মালখানার দায়িত্বপ্রাপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করে সিবিআই। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে নটা নাগাদ গ্রেপ্তার করা হয় অভিজিৎ মন্ডলকে। রাতেই বি আর সিং হাসপাতালে মেডিকেল টেস্টের পর তাকে সিজিও কমপ্লেক্সের নিয়ে যাওয়া হয়। আজ তাকে শিয়ালদা আদালতে হাজির করা হবে। সেই সঙ্গে সন্দীপ ঘোষকেও রিম্যান্ডে নেওয়ার আবেদন করা হবে।
উল্লেখ্য তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো।
বিজেপি, টালা থানার ওসির গ্রেফতারের ঘটনাকে স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, তিনি বে-আইনীভাবে সন্ধে বেলায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন।
সি পি আই এম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী গ্রেফতারির ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, রাজ্যের স্বাস্থ্য সচিব ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও গ্রেফতার করতে হবে।
Site Admin | September 15, 2024 8:42 AM