আর জি কর-এর ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের অনড় মনোভাবে অবশেষে পিছু হঠতে বাধ্য হলো পুলিশ। প্রায় ২২ ঘণ্টার পর তারা ব্যারিকেড তুলে নেয়। পরে চিকিৎসকদের এক প্রতিনিধি দল লালবাজারে গিয়ে নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করেন। প্রতিকী মেরুদন্ড সামনে রেখে তার হাতে তুলে দেওয়া হয় একটি স্মারকলিপিও।
উল্লেখ্য, পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে জুনিয়ার ডাক্তাররা গতকাল লালবাজার অভিযানে সামিল হন। ব্যারিকেড করে তাদের আটকে দেওয়া হলে লালাবাজারের অদূরে বিবি গাঙ্গুলী স্টীটে বসে তারা বিক্ষোভ দেখাতে থাকেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জুনিয়ার ডাক্তারদের এই অনড় মনোভাবকে স্বাগত জানিয়েছেন। সাংবাদিকদের আজ তিনি বলেন, আন্দোলনরত চিকিৎসকদের দৃঢ়তা ও মানসিক শক্তি অভূতপূর্ব ও ঐতিহাসিক । এ থেকে আমাদের অনেককিছু শেখার আছে। তবে, মুখ্যমন্ত্রী এখনও আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে আলোচনার প্রয়োজন মনে না করায় কঠোর সমালোচনা করেন অধীরবাবু।
অন্যদিকে, আর জি কর-এর ঘটনায় ন্যায় বিচারের দাবিতে বামফ্রন্ট রাজাবাজার থেকে আর জি কর পর্যন্ত এক মহা মিছিলের ডাক দেয়। মিছিল শ্যামবাজারে পৌঁছলে পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। এই নিয়ে দেখা দেয় তুমুল উত্তেজনা।