আর জি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ এবং খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা রয়েছে কি না, তা নিয়ে আজ, কলকাতা হাইকোর্টে শুনানি। নিম্ন আদালতে আমৃত্যু কারাবাসের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তাদের আবেদন ছিল, সঞ্জয়কে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।
সে ব্যাপারে আজ হাইকোর্ট তাদের মতামত জানাতে পারে।
এদিকে আর জি কর দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত করার আর্জি নিয়ে গতকাল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন ওই মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও অন্য দুই অভিযুক্ত সুমন হাজরা এবং আশিস পাণ্ডে। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন আজ, এ ব্যাপারে শুনানি হবে।
বিচারপতি বাগচি জানিয়েছেন, আইন অনুযায়ী চার্জ গঠনের আগে সর্বোচ্চ ৬০ দিন পাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দ্রুত চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন। তিনদিনের মধ্যে চার্জ গঠন করতে চাওয়া হলো কেন ডিভিশন বেঞ্চ সেব্যাপারে প্রশ্ন তুলেছে। অভিযুক্তরা সেই নির্দেশ সংশোধনের আর্জি জানালে বুধবার তা খারিজ হয়ে যায়।