আর জি করে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুন সংক্রান্ত মামলার শুনানিতে আজ সুপ্রিম কোর্টে নতুন করে স্টেস্টাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই স্টেটাস রিপোর্ট জমা দিয়ে জানান, ধর্ষণ ও হত্যার ঘটনায় সিবিআই-এর পেশ করা চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম রয়েছে। তবে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত সাপেক্ষ।
আজ একইসঙ্গে রাজ্যের তরফেও সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হয়। আর জি কর হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত কাজ ৩১শে অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে। যদিও নিরাপত্তা সহ স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি রোধে রাজ্য সরকারের বক্তব্য মানতে নারাজ চিকিৎসকদের সংগঠন। বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক কাজে সিভিক ভলান্টিয়ার নিয়োগের প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট আজ প্রশ্ন তোলে। সঠিক পদ্ধতিতে, যাচাই করে নিয়োগ না হলে, ‘রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রদানের মাধ্যমে এই প্রক্রিয়া হচ্ছে বলে মত প্রকাশ করে সর্বোচ্চ আদালত। এব্যাপারে রাজ্যের কাছে হলফনামা চাওয়া হয়েছে। দীপাবলির পর চৌঠা নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ঐদিন ফের সিবিআইকে নতুন করে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট।