আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত, মালদ্বীপকে ৪০০ মিলিয়ন ডলারের সহায়তা দিতে সম্মত হয়েছে। একই সঙ্গে দ্বিপাক্ষিক মুদ্রা লেনদেন ৩ হাজার কোটি টাকার বেড়েছে। নতুনদিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মহম্মদ মুইজ্জুর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। মুদ্রা বিনিময় চুক্তির পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ ও মোকাবেলায় দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক পত্র-মৌও স্বাক্ষর করেন তাঁরা। মালদ্বীপের বিচার বিভাগীয় আধিকারিকদের দক্ষতা বৃদ্ধি কর্মসূচি এবং ক্রীড়া ও যুব বিষয়ক ক্ষেত্রে দু’দেশের মধ্যে দুটি চুক্তি পুনর্নর্বীকরণও করা হয়েছে।
বৈঠকের পর এক প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও মালদ্বীপ তাদের পারস্পরিক সম্পর্ককে কৌশলগত দিশা দেওয়ার জন্য সুসংহত অর্থনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা অংশীদারিত্ব নিয়ে রূপরেখা গ্রহণ করেছে। উন্নয়ন অংশীদারিত্ব দুদেশের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং ভারত সর্বদা মালদ্বীপের জনগণকে অগ্রাধিকার দিয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, ভারত সর্বদা প্রতিবেশী হিসাবে তার দায়িত্ব পালন করেছে। , মালদ্বীপের জনগণের প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ, প্রাকৃতিক দুর্যোগের সময় পানীয় জল সরবরাহ কিংবা কোভিডের সময় সেদেশে ভ্যাকসিন সরবরাহ করা সর্বত্রই ভারত এগিয়ে থেকেছে। দুদেশের সম্পর্ক কয়েক শতাব্দী প্রাচীন বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, ‘প্রতিবেশী প্রথম’ নীতি এবং সাগর ভিশন কর্মসূচিতে মালদ্বীপের ভূমিকা গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী বলেন, মালদ্বীপে রুপে কার্ড চালু হয়েছে। আগামী দিনে ভারত ও মালদ্বীপকে ইউপিআইয়ের মাধ্যমে যুক্ত করার কাজও চলছে।
মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজু বলেন, দু’দেশের মধ্যে ভবিষ্যত সহযোগিতার পথ নির্ধারণে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী, মুইজ্জুর উপস্থিতিতে মালদ্বীপের হানিমাধু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ভার্চুয়াল উদ্বোধন করেন।