কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা সবচেয়ে বেশি ১৬ বার কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট জেতার রেকর্ড করেছে । ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে আজ উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেননি। অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন লটারো মার্টিনেজ। ম্যাচের ৬৪ মিনিটে হ্যামস্ট্রিং এর চোটের কারণে লিওনেল মেসিকে উঠিয়ে নেন কোচ লিওনেল স্কালোনি। মাঠ ছেড়ে ওঠার পর ডাগ আউটে বসে মেসিকে কাঁদতে দেখা যায়।
এদিকে, হার্ড রক স্টেডিয়ামে এদিন বিশৃঙ্খলার কারণে ফাইনাল ম্যাচ ১ ঘন্টা ২০ মিনিট পর শুরু হয়। টিকিট না থাকা অনেক দর্শক ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন। পরিস্থিতি সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়া হয়।
পরপর দুবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। ২০২১ সালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো তারা।