আরিহন্ত প্রযুক্তির বৈশিষ্ট্য সম্পন্ন দ্বিতীয় ডুবোজাহাজ ‘আইএনএস আরিঘাত’ আজ বিশাখাপত্তনমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আশা করেন ‘আরিঘাত’ পারমাণবিক হামলা প্রতিরোধে ভারতের ক্ষমতা বাড়াবে, এই অঞ্চলে কৌশলগত ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, আরিঘাত দেশের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। এর মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ হয়ে উঠতে সরকারের অংগীকার প্রতিফলিত হয়। এই ডুবোজাহাজ নির্মাণে ভারতীয় নৌবাহিনী, ডিআরডিও এবং প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত সকলের ভূমিকার তিনি প্রশংসা করেন। এর ফলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি লাভবান হয়েছে, আরো বেশী কর্ম সংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
Site Admin | August 29, 2024 10:20 PM