মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 14, 2024 12:02 PM

printer

আরজি কর হাসপাতালের তদন্তে কলকাতা এসে পৌঁছেছেন ফরেন্সিক বিশেষজ্ঞ ও মেডিক্যাল অফিসারসহ সিবিআইয়ের বিশেষ একটি দল।

কলকাতা হাইকোর্ট, RG KAR মেডিক্যাল কলেজ হাসপাতালে PGT চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় CBI তদন্তের নির্দেশ দেওয়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো আজ এই তদন্তভার গ্রহণ করতে চলেছে।

সকালে দিল্লি থেকে সি বি আই-এর একটি বিশেষ দল দমদম বিমান বন্দরে এসে পৌঁছেছে। সঙ্গে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরাও।

হাইকোর্টের নির্দেশে  সিবিআই-এর একটি দল  গতরাতে টালা থানায় গিয়ে কেস ডায়রি সংগ্রহ করে। দায়ের করা হয় FIR-ও।

উল্লেখ্য, প্রধান বিচারপতি T S শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ

গতকাল কেস ডায়েরী খতিয়ে দেখার পর এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। আদালতের নজরদারিতে এই তদন্ত হবে। এবং রাজ্যের হাতে থাকা সব তথ্য প্রমাণ ও নথি এবং পুলিশের সংগ্রহ করা সমস্ত CCTV ফুটেজ, CBI-এর হাতে তুলে দিতে বলেছে বেঞ্চ।  তিন সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন CBI-কে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।  

   RG KAR কান্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষও  প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ।  

      এদিকে, সি বি আই তদন্তের কাজ শুরু করার আগে  RG KAR হাসপাতালে সংস্কারের নামে প্রমাণ লোপাটের অভিযোগ করে, তার প্রতিবাদে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’  রাজ্যের সমস্ত সরকারি-বে সরকারি হাসপাতালের আউটডোর বিভাগ বন্ধের ডাক দিয়েছে।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডাক্তার পুণ্যব্রত গুণ ও ডাক্তার হীরালাল কোনার এক বিবৃতিতে বলেছেন, CBI তদন্তভার গ্রহণ করার আগেই সব কাজ সেরে ফেলা হচ্ছে। এই অবস্থায় রাজ্যের চিকিৎসক সমাজ আঊটডোর ও জরুরী নয় এমন পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

ধর্ষণ ও খুনে প্রমাণ লোপাটের জন্য সেমিনার রুম ও আশেপাশে সংস্কারের কাজ করা হচ্ছে, এই অভিযোগে গতকাল হাসপাতাল চত্ত্বরেও তুলকালাম কান্ড বাধে।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান SFI ও DYFI কর্মী সদস্যরা। আন্দোলনকারীদের মধ্যেও এনিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে। ওই সেমিনার রুমেই গত শুক্রবার সকালে তরুণী পড়ুয়া চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন