আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় শুনানি শুরু হয়েছে। আজই ওই মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করতে পারে নিম্ন আদালত। তার আগে শিয়ালদহ আদালতে অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অনির্বাণ দাসের এজলাসে দোষী সিভিক ভলেন্টিয়ারকে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। তার আইনজীবীর কথা শোনা হবে। এরপরেই চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে আদালত।
এদিকে আরজিকর মামলার বহু প্রতীক্ষিত রায় ঘোষণাকে কেন্দ্র করে শনিবারের পরে আজও শিয়ালদহ আদালত চত্বরে চাপা উত্তেজনা রয়েছে। রয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা।