আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে আজ পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ। দেওয়া হয়েছে ফের ‘রাত থেকে ভোর দখলের ডাক’। আবার প্রতিবাদে পথে নামেন চিকিৎসকেরা। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস্ ওয়েস্ট বেঙ্গল’-এর তরফে বিচারের দাবিতে দুপুর ৩টে নাগাদ এনআরএসের সামনে থেকে বিরাট মিছিল শুরু হয়। সিনিয়র চিকিৎসকেরা ছাড়াও রাজ্যের সমস্ত স্তরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে মেডিক্যাল পড়ুয়ারা এতে সামিল হন। পা মেলান স্কুল-কলেজ, বিশ্ব বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, বিভিন্ন সংগঠনের সদস্যরা। যোগ দেন নির্যাতিতার বাবা-মা। মৃতা চিকিৎসকের মা অভিযোগ করলেন, প্রশাসনিক অসহযোগিতার।
মিছিলের শুরুতেই ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা কালো বেলুন ওড়ানো হয়। চিকিতসকদের অভিযোগ, আরজি করের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার এক মাস হতে চলেছে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে এখনও দিশা দেখা যাচ্ছে না।
বিচারের দাবিতে আজ রাজ্য ছাড়াও বিদেশেও বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির রাজধানী-সহ একাধিক শহরে আজ বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কোনও কোনও জায়গায় মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়েছে।
বিচারের দাবিতে পৃথক পৃথক মিছিল নিয়ে আজ রাজপথে নামেন সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। দক্ষিণ কলকাতার ৫২টি স্কুলের প্রাক্তনীরা গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। দ্রুত বিচার চেয়ে পথে নেমেছেন রিক্সা চালকেরা। হেদুয়া থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত প্রতিবাদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে তিলোত্তমার বিচারকের দাবিতে রিক্সা শ্রমিকদের মিছিল।
টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে রাসবিহারী পর্যন্ত মিছিলে সামিল হয়েছেন টালিগঞ্জের শিল্পী-কলা কুশলীরা।
রাস্তাকেই ক্যানভাস হিসেবে ব্যবহার করে ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদের ডাক দিয়েছে যাদবপুর আর্টিস্ট ফোরাম। রাত ৯টা থেকে গড়িয়া মোড়, গাঙ্গুলী বাগান মোড়, বাঘাযতীন মোড়, সুকান্ত সেতু এবং বাইপাস কানেক্টরে লিখে ও এঁকে প্রতিবাদ জানাবেন শিল্পীদের একাংশ। আরজি কর কাণ্ডের এক মাস উপলক্ষে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শ্যামবাজার, ঢাকুরিয়া, যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের সামনে নাগরিক সমাজের তরফে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গত ৯ই অগাস্ট আর জি কর হাসপাতালের যে নারকীয় ঘটনা ঘটেছিলো, সে কথা মাথায় রেখে ৯ মিনিট মৌনব্রত পালন করবেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা।
উত্তর ২৪ পরগণার আগরপাড়া স্টেশন থেকে নর্থ স্টেশন রোড পর্যন্ত একের পর এক মিছিলে হাঁটছেন সাধারণ মানুষ।
বাঁকুড়া শহরে নাগরিক মিছিল জনস্রোতের আকার নেয়।
১৪ই অগাস্টের মতো আজও মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। উদ্যোক্তারা এবারেও কলকাতা ছাড়া রাজ্যের অন্যান্য প্রান্তে রাত দখল করার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি আগামীকাল ‘ভোর দখলে’রও আহ্বান জানানো হয়েছে। সকাল ৬ টায় ক্যান্টিন আর্ট কালেকটিভের মেয়েরা একাডেমি অব ফাইন আর্টসের সামনে নাটকের মাধ্যমে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানাবেন।
অর্জুন পুরস্কার জয়ী টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ ও কয়েকটি সংগঠনের ডাকে শিলিগুড়ির হাসমি চকে আগামীকাল ভোরে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ভোর ৪ টে থেকে ৬ টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।