আরজি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত অবস্থায় নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করে তার কাছে ন্যায় বিচারের আবেদন জানানোর ইচ্ছে প্রকাশ করেছেন। গতকাল আন্তর্জাতিক নারী দিবসে নির্যাতিতার মা রাজ্যে নারীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, কর্মস্থলে যদি একজন মহিলা সুরক্ষিত না থাকে তাহলে নিরাপত্তা কোথায়।
এপ্রসঙ্গে বিজেপি নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। তবে শ্রী মোদী পরিবারটির কথা নিশ্চয় শুনবেন বলে আশা প্রকাশ করেছেন অগ্নিমিত্রা।
তৃনমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য বলেন, যে কারোরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অধিকার রয়েছে। তবে আর.জি কর মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে ভাবে সক্রিয় হয়ে পদক্ষেপ করেছেন, তার ফলেই অপরাধী সঞ্জয় রাই ধরা পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।