আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া পিছোনোর আর্জি জানিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল এই আবেদন খারিজ করে দিয়ে বলেন, বিশেষ আদালতের দেওয়া নির্দেশে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না।
এর আগে আর্থিক দুর্নীতি মামলায় ৬ই ফেব্রুয়ারীর মধ্যে নিম্ন আদালতে চার্জ গঠনের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গত মঙ্গলবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত বুধবার চার্জ গঠনের প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয়। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ পুনরবিবেচনার আর্জি জানিয়ে সন্দীপ ঘোষ হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর আইনজীবীদের যুক্তি, সিবিআইয়ের দেওয়া কয়েক হাজার পাতার নথি সম্পূর্ণরূপে পড়ে দেখার জন্য সময়ের প্রয়োজন।
যদিও সিবিআই আদালতে জানায়, সময় নষ্ট করতেই এই মামলা করা হয়েছে।
আজ আলিপুর আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে।
উল্লেখ্য, আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই-এর দেওয়া চার্জশিটে সন্দীপ ছাড়াও বিপ্লব সিংহ, আফসর আলি, সুমন হাজরা এবং আশিস পান্ডের নাম রয়েছে।
এদিকে, ৯ই ফেব্রুয়ারি আর জি করে নিহত চিকিৎসকের জন্মদিনে পথে নামার আর্জি জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তারা বলেন, ঘটনার ছমাস অতিক্রান্ত হলেও ন্যায়বিচার এখনো অধরা। ঐদিন ফুলের গাছ রোপনের জন্য সকলের প্রতি আবেদন জানান তাঁরা।