মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 18, 2025 7:09 PM

printer

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত।

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। আজ শুনানিতে বিচারক অনির্বাণ দাস জানান, সিবিআই যে তথ্য প্রমাণ দিয়েছে, তাতে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬, ১০৩(১) ধারায় চার্জগঠন করা হয়েছে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন সাজা ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানান আইনজীবীরা। সঞ্জয় অবশ্য আদালতে আবার দাবি করে, তাকে ফাঁসানো হচ্ছে।

উল্লেখ্য, গত বছর ৮ ও ৯-ই আগস্টের মধ্যরাতে RG KAR হাসপাতালের সেমিনার হলে ওই চিকিতসককে ধর্ষণ করে হত্যা করা হয়। ৯-ই আগস্ট সকালে আর জি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয় ওই চিকিৎসকের দেহ । তদন্তে নেমে পরদিনই কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে ঐ সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে।

এরপর কলকাতা হাইকোর্ট ১৩-ই আগস্ট সিবিআই-কে এই মামলার তদন্ত ভার দেয়। ১৮-ই আগস্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শোনার কথা জানায় সুপ্রিম কোর্ট।

তৃনমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বলেছেন, আদালতের এই রায় থেকে স্পষ্ট কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথেই এগোচ্ছিল।

 আর জি কর কান্ডে চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার অনিকেত মাহাতো বলেছেন, ঘটনায় একজন জড়িত না একাধিক সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।  

  এদিকে, সুবিচারের দাবিতে আজ ফের পথে নেমেছেন চিকিৎসক ও নার্সরা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন