আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নিতীর তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয়-ইডি, আজ সকাল থেকে অন্ততঃ পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে।
এদিন সকালে ইডি আধিকারিকরা পৌঁছে যান আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। বাড়ী তালা বন্ধ থাকায় আধিকারিকরা, পরিবারের সদস্য ও আশেপাশের মানুষদের সঙ্গে যোগাযোগ কররেন। পরে সন্দীপ ঘোষের স্ত্রী এসে তালা খুলে দিলে আধিকারিকরা ভেতরে প্রবেশ করেন। সাংবাদিকদের কাছে তাঁর স্ত্রী সন্দীপকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবী করেন।
অন্যদিকে, সন্দীপ ঘোষ ঘনিষ্ট মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিং-এর হাওড়ার বাড়ীতে’ও ইডি তল্লাশী চলছে। পাশাপাশি, বিপ্লব সিং ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও গেছেন ইডি আধিকারিকরা। সন্দীপ ঘনিষ্ঠ ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্ট্যোপাধ্যায়ের সুভাষ গ্রামের বাড়িতেও তল্লাশি চালানো হছে। হুগলী জেলার বৈদ্যবাড়িতে সন্দীপ ঘোষের আরেক ঘনিষ্ঠ কুণাল রায়ের বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও যান আধিকারিকরা। কিন্তু বাড়ি তালাবন্ধ থাকায় ফিরে আসতে হয় তাঁদের।
উল্লেখ্য, আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। একই মামলায় সঞ্জীব ঘনিষ্ঠ বিপ্লব সিং-ও সিবিআই-এর হাতে গ্রেপ্তার হয়েছে।
এদিকে, CBI-এর হাতে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের করা আবেদনে সাড়া দেননি বিচারপতিরা। সি বি আই তদন্তে কোনোরকম হস্তক্ষেপ করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।