আরজি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ৫৮ দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। শিয়ালদহ আদালতে আজ ৪৫ পাতার চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রের দাবি, ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের মূল মামলায় চার্জশিটে নাম রয়েছে মূল অভিযুক্ত ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়ের। একই সঙ্গে তথ্যপ্রমাণ লোপাটের সপক্ষে একাধিক নথিও আদালতে দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জয়নগরের নির্যাতিতা শিশুর ময়নাতদন্ত কল্যাণীর JNM মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ হয়েছে। কল্যাণী এইমসের চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং বারুইপুর মহকুমা আদালতের ACJM-এর উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি’ও করা হয়েছে। সেখানে ছিলেন শিশুটির পরিবারের সদস্যরা। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় সেখানে যান।