আরএসএস প্রধান ডাঃ মোহন ভাগবত মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন কলকাতার আরজি কর হাসপাতালের লজ্জাজনক ঘটনা আসলে অপরাধ জগত এবং রাজনীতির মধ্যে যোগাযোগের কারণে ঘটেছে। ডক্টর ভাগবত আজ সকালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ৯৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিজয়াদশমীর মূল অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাংস্কৃতিক মূল্যবোধের প্রসারের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। কোন কোন ওটিটি প্ল্যাটফর্ম থেকে এমন কিছু বিষয়বস্তু প্রদর্শিত হয় যার ফলে সাংস্কৃতিক মূল্যবোধের অবক্ষয় হচ্হে। কঠোর আইন প্রয়োগ করে এই পরিস্থিতির নিয়ন্ত্রণ করা দরকার। প্রতিবেশী বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডঃ ভাগবত বলেন বাংলাদেশে মৌলবাদী ভাবধারা শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, সেখানে বসবাসকারী অন্যান্য সংখ্যালঘুদের জন্যও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এক শ্রেনীর মানুষ সমাজের প্রচলিত চিন্তাভাবনাকে বিকৃত করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি দখলের চেষ্টা চালাচ্ছে বলে তাঁর আরো অভিযোগ ।
Site Admin | October 12, 2024 7:01 PM