আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদব বলেছেন, আগামী পাঁচ বছরে দশটি নতুন আয়ুষ প্রতিষ্ঠান খোলা হবে। প্রতিটি ঘরে আয়ুর্বেদকে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে মন্ত্রক যে প্রতিশ্রুতিবদ্ধ সে কথাও তিনি জোর দিয়ে বলেন। গতকাল নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ-এ এক অনুষ্ঠানে ভাষনে তিনি বলেন, যোগ ও আয়ুর্বেদের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে এবং তাঁদের গ্রহণযোগ্যতাও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, দেশে আয়ুষ প্রতিষ্ঠানগুলির সম্প্রসারণ চিরাচরিত চিকিৎসা ব্যবস্থার প্রসার ঘটাবে এবং প্রত্যেক ভারতীয় নাগরিক এতে উপকৃত হবেন।
Site Admin | August 31, 2024 9:57 PM