মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 21, 2024 11:40 AM

printer

আম আদমী পার্টির নেত্রী আতিশী, আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

আম আদমী পার্টির নেত্রী আতিশী, আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজনিবাসে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে দিল্লির উপ রাজ্যপাল ভি কে সাক্সেনা, আতিশী ও তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আতিশীকে তাঁর শপথ গ্রহণের দিন থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করার কথা ঘোষণা করেছেন। এছাড়াও তিনি পাঁচজন মন্ত্রীকেও নিয়োগ করার বিষয়ে ছাড়পত্র দিয়েছেন। এরা হলেন গোপাল রাই, কৈলাস গেহলাট, সৌরভ ভরদ্বাজ, ইমরান হোসেন ও মুকেশ আহালাওয়াত।

আতিশী, দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এর আগে বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শিলা দীক্ষিত মুখ্যমন্ত্রীর পদে ছিলেন।

আগেই জানানো হয়েছে, আবগারী নীতি কেলেঙ্কয়ারি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাওয়ার পর দলের নেত্রী আতিশীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।        

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন