আম আদমি পার্টির নেতা অতিশী আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন । দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা রজনীবাসে এক অনুষ্ঠানে অতিশি এবং তাঁর মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান। আপ নেতা গোপাল রাই, কৈলাস গেহলট, সৌরভ ভরদ্বাজ, ইমরান হুসেন এবং মুকেশ আহলাওয়াতও ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। অতিশী কালকাজি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। বিজেপির সুষমা স্বরাজ এবং কংগ্রেসের শীলা দীক্ষিতের পর অতিশি দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য চলতি সপ্তাহের শুরুতেই অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা লেফটেন্যান্ট গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন।