আম আদমি পার্টিকে হারিয়ে প্রায় ৩ দশক পর দিল্লিতে সরকার গড়তে চলেছে বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় ৪৮ টি আসনে এগিয়ে আছে বিজেপি। আম আদমি পার্টি এগিয়ে আছে ২২ টি আসনে। এখনো পর্যন্ত ৫১ টি আসনের ফল ঘোষণা হয়েছে। বিজেপি ৩৫ টি আসনে এবং আম আদমি পার্টি ১৬ টি আসনে জয়লাভ করেছে। একটিও আসন পায়নি কংগ্রেস।
আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল, মনীশ শিশোদিয়া, সৌরভ ভরদ্বাজ, কংগ্রেসের সন্দীপ দীক্ষিত প্রমুখ প্রার্থী হেরে গেছেন।
অন্যদিকে, বিজেপির পরবেশ সাহেব সিং, তারবিন্দার সিং মারওয়া, কপিল মিশ্র, মঞ্জিনদর সিং, আম আদমি পার্টির সোম দত্ত, গোপাল রায় বীরেন্দ্র সিং কুলদীপ কুমার প্রমুখ জয়লাভ করেছেন।
এর পাশাপাশি উপদেশের মিল্কিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপির চন্দ্রভানু পাসওয়ান জিতেছেন। তামিলনাড়ুর ইরোড পূর্ব বিধানসভা আসনে ডি এম কের চন্দিরা কুমার ভিসি এগিয়ে আছেন।