আমেদাবাদে গতকাল আই পি এল ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স ৩৬ রানে মুম্বই ইন্ডিয়ান্স কে হারিয়ে দিয়েছে। মুম্বই টসে জিতে প্রথমে গুজরাট কে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত কুড়ি ওভারে গুজরাট আট উইকেটে ১৯৬ রান করে। ১৯৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মুম্বই কুড়ি ওভারে ৬ উইকেটে ১৬০ রান তুলতে সমর্থ হয়।
আই পি এলে আজ দিল্লী ক্যাপিটালস সান্রাইজারস হায়দ্রাবাদের মুখোমুখি হবে। বিশাখাপত্তনমে খেলা শুরু হবে বিকেল সাড়ে তিনটেয়।