মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 28, 2025 9:51 PM

printer

আবুধাবিতে রাইসিনা মিডল ইস্ট সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, ভারত -মধ্যপ্রাচ্য সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়েছেন।

আবুধাবিতে রাইসিনা মিডল ইস্ট সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, ভারত -মধ্যপ্রাচ্য সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়েছেন। গত এক দশকে বাণিজ্য. যোগাযোগ এবং সাংস্কৃতিক সম্পর্কের বিশেষ দিকের উল্লেখ করে তিনি, পরিবর্তিত আন্তর্জাতিক প্রেক্ষিতে এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। রাইসিনা -মধ্যপ্রাচ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির ফলে আন্তর্জাতিক আলোচনা ক্ষেত্রে ভারতের ভূমিকা অনেকটাই বেড়েছে। এই অঞ্চলের সঙ্গে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১৬০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১৮০ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং ৯০ লক্ষেরও বেশি ভারতীয় এই অঞ্চলেই বসবাস করেন বলেও ডক্টর জয় শঙ্কর জানান।

তিন দিনের সংযুক্ত আরব আমিরশাহী সফরে আবুধাবিতে পৌছেই তিনি সেখানে ভারতীয় দূতাবাস আয়োজিত 76 তম সাধারণতন্ত্র দিবস উদযাপনে যোগ দেন। তিনি বলেন ,সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ ও সুযোগ সুবিধা এসেছে। পারস্পরিক মূল্যবোধ ও আস্থার ভিত্তিতে সমস্ত রকম চ্যালেঞ্জের মোকাবিলা করে এই দুই দেশ প্রকৃত বন্ধুত্বের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন