আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে রাউস অ্যাভিনিউ আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। দিল্লি হাইকোর্টে আজই কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা। অর্থপাচার মামলায় আম আদমি পার্টি এবং তার আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। গত ১২ জুলাই সুপ্রিম কোর্ট, মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী জামিনে মুক্তি দিলেও সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ায় তিনি জেল থেকে বেরোতে পারেননি। সম্প্রতি দিল্লির একটি আদালত আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় তার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ৮ই আগস্ট পর্যন্ত বাড়িয়েছে।
Site Admin | July 29, 2024 4:42 PM