মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 15, 2025 2:06 PM

printer

 আবগারী নীতি কেলেঙ্কারী মামলায় টাকা নয়ছয়-এ জড়িত থাকার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রক, দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে ‘অর্থ পাচার প্রতিরোধ আইন’- PMLA-এর আওতায় তদন্ত শুরু করার জন্য ED-কে অনুমতি দিয়েছে।

 আবগারী নীতি কেলেঙ্কারী মামলায় টাকা নয়ছয়-এ জড়িত থাকার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রক, দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে ‘অর্থ পাচার প্রতিরোধ আইন’- PMLA-এর আওতায় তদন্ত শুরু করার জন্য ED-কে অনুমতি দিয়েছে। এমাসের গোড়ার দিকে এই দুই আপ নেতার বিরুদ্ধে তদন্তে অনুমতি পত্র ED-র হাতে আসে। গত বছর দুই নেতাকেই সুপ্রিম কোর্ট জামিনে মুক্তি দিয়েছিল।   

  এদিকে, ওই দলের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর জানিয়েছেন, সুপ্রিম কোর্ট জামিন দেওয়া সত্বেও তাঁর দলের দুই নেতার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন