আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় রাউস এভিনিউ আদালত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত বাড়িয়েছে। তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ হাজিরা দেন তিনি।
গত সপ্তাহে সিবিআই-এর দাখিল করা চার্জশিটের ভিত্তিতে রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক কাবেরি বাওয়েজা, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ১১ই সেপ্টেম্বর আদালতে হাজির করানোর সমন জারি করেন।
এদিকে, সিবিআইয়ের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে এবং আবগারী দুর্নীতির মামলায় জামিন চেয়ে আপ নেতার করা আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্ট এখনও কোনো রায় ঘোষণা করেনি।
অন্যদিকে, আবগারী কেলেঙ্কারি মামলায় আপ নেতা দুর্গেশ পাঠককে আজ জামিন দিয়েছে দিল্লি আদালত।