মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 25, 2024 11:06 PM

printer

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়ার জন্য নিম্ন আদালতের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

আবগারি নীতি কেলেঙ্কারিতে অর্থ তছরুপ মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়ার জন্য নিম্ন আদালতের আদেশের ওপর আজ স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। ফলে আপাতত তিহার জেলেই থাকতে হবে তাঁকে। বিচারপতি সুধীর কুমার জৈনের অবকাশকালীন বেঞ্চে আজ দিল্লির রাউস এভিনিউ আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়ে ইডির দায়ের করা আবেদনের শুনানি হয়। কেজরিওয়ালের জামিনের ব্যাপারে নিম্ন আদালত, তদন্তকারী সংস্থার সওয়াল ঠিকমতো শোনেনি- ইডির এই অভিযোগের সঙ্গে হাইকোর্ট’ও সহমত পোষণ করেছে।

 এর আগে সুপ্রিম কোর্ট গতকাল নিম্ন আদালতের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে কেজরিওয়ালের আবেদন সংক্রান্ত শুনানি স্থগিত রাখে। আগামীকাল আবার এই শুনানি হওয়ার কথা।

 উল্লেখ্য, দিল্লির আবগারী দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে ২১শে মার্চ গ্রেপ্তার করা হয়। লোকসভা ভোটের প্রচারের  জন্য সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। দোসরা জুন আবার আত্মসমর্পণ করেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন