মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 18, 2024 1:02 PM

printer

আফ্রিকার তিনদেশের মধ্যে মালউই সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সেদেশের নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন।

আফ্রিকার তিনদেশের মধ্যে  মালউই সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ আজ সেদেশের নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। শ্রীমতী মুর্মূ মালাউই-র রাষ্ট্রপতি লাজারাস চাকওয়েরার সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। বিভিন্ন ইস্যুতে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও আজ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি আজ সেখানকার জাতীয় যুদ্ধ স্মারক এবং সৌধ ঘুরে দেখবেন।

লিলঙগোয়েতে গতকাল দু-দেশের বাণিজ্য সম্মেলনে রাষ্ট্রপতি মুর্মূ ভাষণ দেন। তিনি বলেন, কৃষি, খনন, শক্তি ও পর্যটনের মতো বিভিন্ন ক্ষেত্রে দু-দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রভূত সুযোগ রয়েছে।

 গত সন্ধ্যায় সেদেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে শ্রীতী মুর্মূ মত বিনিময় করেন। তিনি তাদের ভালো কাজের মাধ্যমে বিকশিত ভারত গড়ে তোলার সক্রিয় অংশীদার হতে আহ্বান জানান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন