আফ্রিকার তিনটি দেশ সফরের অংশ হিসেবে মালাউই সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মালাউইতে সেদেশের রাষ্ট্রপতি লাজারাস চাকভেরার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনাও হয়। শিল্প ও সংস্কৃতি, ক্রীড়া, যুব বিষয়ক এবং ঔসুধ- পত্রের ক্ষেত্রে চারটি সমঝোতা স্মারক- মউ স্বাক্ষরিত হয়। ভারত মালাউইতে এক হাজার মেট্রিক টন চাল সরবরাহের ঘোষণা করেছে। এছাড়াও ভারত ভাভাট্রন ক্যান্সার চিকিৎসার মেশিন দিচ্ছে। শ্রীমতী মুর্মু মালাউইতে একটি স্থায়ী কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্র খোলার কথাও ঘোষণা করেছেন। বিদেশ দপ্তরের সচিব অরুণ কুমার চ্যাটার্জি বলেন, এই ঐতিহাসিক সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় যোগ করেছে। দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের আলোচনায় দুই দেশের অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি উভয় দেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনরায় র্ব্যক্ত করা হয়।
এদিকে, রাষ্ট্রপতি আগামীকাল শ্রী রাধা কৃষ্ণ মন্দির এবং বিখ্যাত মালাউই হ্রদ পরিদর্শন করবেন। তারপর তিনি নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।