আফগানিস্তান টি -২০ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। সেন্ট ভিনসেন্টে আজ বৃষ্টিবিঘ্নিত সুপার এইট পর্বের রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তান ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮ রানে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের জন্য কোনো ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছলো। টসে জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৫ রান তোলে। রহমানুল্লাহ গুরবাজ ৪৩ রান করেন। রিশাদ হোসেন তিন উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ইনিংসের মাঝপথে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে, ম্যাচ জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য গিয়ে দাঁড়ায় ১৯ ওভারে ১১৪ রান। বাংলাদেশ ১৭ ওভার ৫ বলে ১০৫ রানে অলআউট হয়ে যায়। লিটন দাস ৫৪ রানে অপরাজিত থাকেন। নবীন উল হক ও অধিনায়ক রশিদ খান চারটি করে উইকেট নিয়েছেন। ৩ ওভার ৫ বলে ২৬ রান দিয়ে চার উইকেট নিয়ে আফগানিস্তানের নবীন উল হক ম্যাচের সেরা হয়েছেন।
আফগানিস্তান সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। ত্রিনিদাদ এন্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমীতে আগামী বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৬ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।