আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আফগানিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের একটি পার্বত্য এলাকায় এ হামলা চালানো হয়। তবে পাকিস্তানি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেননি।
তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের বিমান হামলার নিন্দা করে বলেছে, তারা অসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং হতাহতদের বেশিরভাগই ওয়াজিরিস্তান অঞ্চলের শরণার্থী। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, বিশেষ করে আফগানিস্তানে পাকিস্তানি জঙ্গিদের উপস্থিতির জন্য এই হামলা চালানো হয়।