আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের নাম বদলে শ্রী বিজয়া পুরম করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার দেশকে ঔপনিবেশিক ছাপ থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, শ্রী বিজয় পুরম দেশের স্বাধীনতা সংগ্রামে অর্জিত বিজয়ের প্রতীক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অতুলনীয় স্থান রয়েছে। এই দ্বীপ অঞ্চলটি একসময় চোল সাম্রাজ্যের নৌঘাঁটি হিসেবে কাজ করেছিল, তা আজ কৌশলগত ও উন্নয়ন আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ ঘাঁটি হয়ে উঠতে চলেছে।
Site Admin | September 13, 2024 7:37 PM