আন্তর্জাতিক সিংহ দিবস উপলক্ষ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিংহ সংরক্ষণে যুক্ত ব্যক্তিদের কাজের ভুয়সী প্রসংশা করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে, প্রধানমন্ত্রী বলেন, গুজরাটের গির-এ সিংহের এক বড় অংশের বাস। চলতি বছরের ফেব্রুয়ারিতে International Big Cat Alliance বা জোট গঠনের প্রস্তাবে মন্ত্রীসভা অনুমোদন দেয়।
Site Admin | August 10, 2024 7:12 PM