আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে আটকে পড়া দুই মার্কিন মহাকাশচারী অবশেষে পৃথিবীতে ফিরছেন। সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আগামীকাল রাতে স্পেস-এক্স এর মহাকাশযানে অন্য দুই মহাকাশচারীর সঙ্গে ফিরবেন বলে স্থির হয়েছে। গত বছরের জুনে বোয়িং এর স্টারলাইনার মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছলেও, যান্ত্রিক ত্রুটির কারণে সুনীতা এবং উইলমোর পৃথিবীতে ফিরে আসতে পারেননি। যেখানে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মহাকাশচারীরার সর্বাধিক ছয় মাস থাকেন, সেখানে ঐ দুজন ন’ মাসের বেশি সময় অতিবাহিত করেছেন। নাসার মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এর মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ-ও আগামীকাল পৃথিবীতে ফিরছেন।
Site Admin | March 17, 2025 9:46 AM
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে আটকে পড়া দুই মার্কিন মহাকাশচারী অবশেষে পৃথিবীতে ফিরছেন।
