আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের জন্য কেরালার শিল্পমন্ত্রী পি. রাজীব দুবাইতে এক উচ্চস্তরের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে আসন্ন ইনভেস্ট কেরালা গ্লোবাল সামিট IKGSএর জন্য সংযুক্ত আরব আমিরশাহীর শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং সরকারী নেতাদের কাছ থেকে লগ্নির প্রতিশ্রুতি আদায় করেন। ১৩ এবং ১৪ জানুয়ারী একাধিক কৌশলগত বৈঠকে, মন্ত্রী রাজীব সংযুক্ত আরব আমিরশাহীর বিনিয়োগমন্ত্রী মোহাম্মদ হাসান আল সুওয়াইদি এবং আবুধাবি চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান আহমেদ জসিম আল জাবি সহ সংযুক্ত আরব আমিরশাহীর বেশকিছু আধিকারিকের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় সংযুক্ত আরব আমিরশাহী ২১ এবং ২২ ফেব্রুয়ারি নির্ধারিত IKGS-এ এক বিশেষ প্রতিনিধিদল পাঠাবে বলে নিশ্চিত করেছে ।
Site Admin | January 15, 2025 2:17 PM