আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তিন বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। গতকাল Brent crude এর দাম ব্যারেল প্রতি ৭০ ডলার এর নিচে চলে যায়, ২০২১ এর ডিসেম্বরের পর যা এই প্রথম। পেট্রোল রপ্তানিকারি দেশগুলির সংগঠন ওপেক ও তাদের সহযোগীরা এ বছর এবং ২০২৫ এর জন্যে তেলের চাহিদা কম থাকার পূর্বাভাষ দেওয়ার পরেই , অপরিশোধিত তেলের এই মূল্য হ্রাস বলে জানা গেছে। উল্লেখ্য, Brent crude এর দাম ব্যারেল প্রতি ৩ দশমিক ৬/৯ শতাংশ কমে দাঁড়ায় ৬৯ দশমিক ১/৯ ডলার। US West Texas Intermediate (WTI) crude এর দাম ও ৪ দশমিক ৩/১ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল প্রতি ৬৫ দশমিক ৭/৫ ডলারে দাঁড়ায়।
Site Admin | September 11, 2024 1:37 PM