আন্তর্জাতিক ন্যায়ালয় আই সি জে জানিয়েছে, প্যালেস্তাইনের দখল নেওয়ার জন্য ইজরায়েল যে নীতি ও কর্মপন্থা গ্রহণ করেছে তাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের শীর্ষ আদালত জানিয়েছে, ওয়েস্ট ব্যাঙ্ক এবং জেরুজালেমের পূর্বে প্যালেস্তাইনের ভূখন্ডে ইজরায়েলের উপস্থিতি সম্পূর্ণ অনৈতিক এবং অবিলম্বে তা বন্ধ করতে হবে। প্যালেস্তাইনের জমিতে ইজরায়েল ৫৭ বছর ধরে যেভাবে দখল করে রেখেছে তার বৈধতা নিয়ে এক নির্দেশিকায় আইসিজে জানিয়েছে, এর ফলে যে ক্ষতি হয়েছে তা ইজরায়েলকেই মেটাতে হবে এবং যত দ্রুত সম্ভব তাঁদের দখলীকৃত জমি ছেড়ে দিতে হবে।
উল্লেখ্য, ইজরায়েল ও হামাসের মধ্যে চলতি দ্বন্দ্বের আবহে রাষ্ট্রসঙ্ঘ সাধারণ পরিষদ, ২০২২ সালের একটি অনুরোধ পত্র থেকে আই সি জে এই মামলা দায়ের করে।